দেশ 

তিন বছর ধরে প্রেমের সম্পর্ক পরিবারের আপত্তিতে পরিণতি না পাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত দুজনের, প্রেমিকার মৃত্যু, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তিন বছরের প্রেমের সম্পর্ক ১৮ বছর হলেই দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু প্রেমিকার বয়স ১৮ বছর হওয়ার পর বিয়ের কথা বলতে গিয়েছিলেন তরুণ প্রেমিক সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেয় প্রেমিকার পরিবার। দুই পরিবারের মধ্য থেকেই আসে আপত্তি তাই শেষ পর্যন্ত প্রেমের স্বার্থে বিষ খেয়ে মরতে চেয়েছিল। দুজনেই একসঙ্গে বিষ খেয়েছিল প্রেমিকার মৃত্যু হল প্রেম িক প্রেমিক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

২১ বছরের ওই তরুণের মৃত্যুর পরেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে গুজরাটের বরোদায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম স্নেহা পধিয়ার। অসুস্থ ওই যুবকের নাম আকাশ চৌহান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আকাশ তাঁর পরিবারের লোকজনকে গিয়ে জানান, তিনি স্নেহা নামের একটি মেয়েকে ভালবাসেন। তাঁকেই বিয়ে করতে চান। এ নিয়ে পরিবারের সঙ্গে তাঁর ঝগড়া হয়। বাড়ি থেকে বেরিয়ে যান। একই ঘটনা ঘটে স্নেহার পরিবারেও। এর পর একত্রে ওই যুগল আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাঁরা একটি ফাঁকা মাঠে দেখা করেন। সেখানেই বিষপান করেন। তাতে স্নেহার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় আকাশকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুই পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ