পঞ্চায়েত নির্বাচনের প্রতীক বিলিকে ঘিরে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে উত্তাল মুর্শিদাবাদ, বিডিও অফিসের সামনে ধরনায় বসলেন অধীর
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে তৃণমূল বনাম কংগ্রেসের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা। পুলিশের সামনেই বিডিও অফিসে কংগ্রেস প্রার্থীদের প্রতীক কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জও করে পুলিশ। এরপরই বিডিও অফিসের সামনে ধরনায় বসেছেন অধীররঞ্জন চৌধুরী।
জানা গিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসে প্রতীক বিলিকে কেন্দ্র করে উত্তেনা ছড়ায়। অভিযোগ, কংগ্রেস প্রার্থীদের প্রতীকের ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল। তা নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, পুলিশ সামনে থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি প্রথমে। পরবর্তীতে অশান্তি বড় আকার নেয়।
স্থানীয় সূত্রে খবর, দু’পক্ষের অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আক্রান্ত হন কংগ্রেসের প্রার্থীও। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে তাঁদের সামনেই চলে দুপক্ষের হাতাহাতি। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। আহত হয়েছে বেশ কয়েকজন। আটক করা হয়েছে ৩ তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।