কলকাতা 

মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও নজীরবিহীনভাবে রাজভবনে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নজির বিহীনভাবেই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। গতকাল সোমবার মুখ্যমন্ত্রী এক চিঠি দিয়ে রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতা করেন কিন্তু তা সত্ত্বেও রাজ্যপালের মতে রাষ্ট্রপতির নির্দেশে এই দিবস পালিত হচ্ছে।

রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের খবরে খুশি বিজেপি। সমালোচনায় মুখর শাসকদল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের ‘দূরত্ব’ এখন রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। নানা সময়ে রাজ্যপালের ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। সেই শুভেন্দুও রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের পর আনন্দ বোসের প্রশংসা করেন।

মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের বেশ কিছু সদস্যকে নিয়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে মিছিল করেন নন্দীগ্রাম বিধায়ক। মিছিল শেষে শুভেন্দু বলেন, ‘‘আমরা খুশি। নিশ্চিত ভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হওয়া উচিত।’’ এর পরেই তাঁর আরও সংযোজন, ‘‘রাজ্যপাল এক জন শিক্ষিত মানুষ। তিনি অনেক বই প্রকাশ করেছেন। তিনি ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। এটা স্বাগত জানানোর মতো বিষয়। রাজভবনের এই অনুষ্ঠানের বিল আদৌ রাজ্য সরকার ছাড়বে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই অনুষ্ঠানের বিল হয়তো রাজ্যপালকে নিজের বেতন থেকেই দিতে হবে।’’

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ