কলকাতা 

নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়ান সেকুলার  ফ্রন্ট এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিধায়ক নওশাদ সিদ্দিকী গতকাল কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছিলেন নিজের নিরাপত্তার জন্য। তিনি বলেছিলেন আমি যে কোন সময় খুন হয়ে যেতে পারি তাই আমার নিরাপত্তার প্রয়োজন। রাজ্য সরকারের কাছে তিনি আবেদন করেছিলেন এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী দেখা করেননি। রাজ্য সরকারও তার নিরাপত্তার ব্যবস্থা করেনি। ফলে আদালতের দ্বারস্থ হন বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট রায় দিয়ে বলেছেন পঞ্চায়েত নির্বাচনের অশান্তির মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া উচিত এবং  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে বলেছেন, অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিককে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে। এ বিষয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘আমি প্রথমে রাজ্য সরকারকে বলেছিলাম আমাকে নিরাপত্তা দেওয়া হোক। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তার পর কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু তারা কেউ আমার কথায় কান দেয়নি। বিধায়কের ন্যূনতম যে নিরাপত্তা পাওয়ার কথা, তা-ও আমাকে রাজ্য দেয়নি। তাই বাধ্য হয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলাম।’’

তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে রাজ্য সরকার নিরাপত্তা দিলেও তাঁকে দেওয়া হয়নি, জানান নওশাদ। তিনি বলেন, ‘‘বিরোধী দলের বিধায়ক বলে আমাকে নিরাপত্তা দেওয়া হয়নি। শওকত মোল্লা পেয়ে গিয়েছেন। যে ভাবে বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা চলছে, তাতে যে কোনও দিন আমার প্রাণহানি হতে পারে। শুধু আমার নয়, ভাঙড়বাসীর নিরাপত্তার স্বার্থে আমি নবান্নে ছুটে গিয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর আমার জন্য সময় হয়ে ওঠেনি। আশা করব, আগামী দিনে ভাঙড়বাসী নিরাপদে থাকবে। না হলে আমি আবার আদালতে যাব।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ