কলকাতা 

পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত ইডির ডাকে সাড়া দেওয়া সম্ভব নয় জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ১৩ ই জুন ইডির ডাকে সাড়া দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঐদিন ইডির দফতরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।অভিষেক জানিয়েছেন, নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে তাঁর পক্ষে কলকাতায় গিয়ে ইডির সঙ্গে দেখা করা সম্ভব নয়। অভিষেক বলেছেন, ‘‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে, তা নয়। পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পর আপনারা যখন ডাকবেন, তখনই যাব।’’

নবজোয়ার কর্মসূচিতে অভিষেক এখন নদিয়ার পলাশিপাড়ায় রয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে জেলায় এই জনসংযোগ যাত্রা করছেন অভিষেক যা আগামী ১৬ জুন কাকদ্বীপে শেষ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন অভিষেক। সেই শেষ নবজোয়ারের সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন বলে জানিয়েছেন তিনি। আর তার পর থেকেই পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন।

Advertisement

অভিষেক বলেছেন, ‘‘এর আগে যখন ২৪ ঘণ্টারও কম সময় দিয়ে সিবিআই আমাকে ডেকে পাঠিয়েছিল, তখনই ওঁদের বলেছিলাম, নবজোয়ার কর্মসূচির পর ডাকুন আসব। কিন্তু ওরা তা করেনি। আসলে নবজোয়ার যাত্রায় তৃণমূলের পাশে মানুষের সমর্থন দেখে বিজেপি ভয় পাচ্ছে। তাই বিজেপি ওদের ডবল ইঞ্জিন সিবিআই এবং ইডিকে কাজে লাগাচ্ছে আমাদের হেনস্তা করার জন্য। আমাকে যেমন হেনস্তা করা হচ্ছে তেমনই আমার স্ত্রী, পুত্র-কন্যাকেও হেনস্তা করা হচ্ছে।’’

বৃহস্পতিবার দুপুরেই অভিষেক পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁকে ইডি নোটিস পাঠিয়েছে রুজিরাকে জেরা শেষ করার মিনিট ১৫ পরেই। অভিষেক বলেছেন, ‘‘সাড়ে চারটে নাগাদ আমার স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছিল তার ১৫ মিনিটের মধ্যেই আমাকে আমার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আমি সেই চিঠি হাতে পাইনি। তবে শুনেছি ১৩ তারিখ ডেকে পাঠানো হয়েছে। যদি ওরা কোনও নথি চেয়ে থাকে তবে পাঠিয়ে দেব। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ