কলকাতা 

প্রায় চার ঘন্টা পর ইডির অফিস থেকে বেরিয়ে গেলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রায় চার ঘন্টা পর সেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।। বৃহস্পতিবার ঠিক বেলা সাড়ে বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স এ অবস্থিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর অফিসে ঢোকেন রুজিরা। ঠিক চারটে কুড়ি মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। সিজিও কমপ্লেক্সের ঢোকার সময় তিনি যেমন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, একইভাবে বেরিয়ে যাওয়ার সময়ও সাংবাদিকদের এড়িয়ে যান।

রুজিরাকে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল। তিনি যদিও এসেছিলেন সাড়ে ১২টা নাগাদ। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল গোটা সিজিও কমপ্লেক্স। ইডি দফতরের বাইরে বিধাননগর কমিশনারেটের পুলিশ মোতায়েন করা হয়েছিল। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদেরই এক জন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে এসেছিলেন সহকারী অধিকর্তা পর্যায়ের এক কর্তাও। সূত্রের খবর, বেলা ১২টা ৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলে রুজিরা। সাড়ে ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। রুজিরা বেরোনোর সঙ্গে সঙ্গেই দিল্লি থেকে আসা ইডির ওই আধিকারিকেরাও সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরোন। রুজিরাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা আমার পারিবারিক ব্যাপার। দয়া করে এ বিষয়ে আমায় কিছু জিজ্ঞেস করবেন না। ও ভাল মেয়ে। প্রাপ্তবয়স্ক মেয়ে এবং শান্ত মেয়ে।’’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ