দেশ 

জিডিপি বৃদ্ধির হার ৭.২ নয় প্রকৃতপক্ষে চার শতাংশ দাবি বিজেপির প্রাক্তন সাংসদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার যে দাবি করেছিলেন তা এক কথায় নাকচ করে দিলেন বিজেপি দলের প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। তাঁর দাবি, কেন্দ্র গত আর্থিক বছরে ৭.২ শতাংশ হারে দেশের অর্থনৈতিক বৃদ্ধির যে দাবিটা করছে, সেটা আসলে ভ্রান্ত। সেটা আসলে চার শতাংশের বেশি নয়।

গত বুধবার কেন্দ্রের তরফে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়, সদ্যসমাপ্ত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি (GDP) বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। ফলে গোটা অর্থবর্ষের হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবর্ষের দেশের সার্বিক বৃদ্ধি হয়েছে ৭.২ শতাংশ হারে। যা খানিকটা অপ্রত্যাশিত। কারণ অধিকাংশ অর্থনীতিবিদেরই ধারণা ছিল ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের সার্বিক বৃদ্ধি হবে ৭ শতাংশের কম হারে।

Advertisement

কেন্দ্র এই পরিসংখ্যান প্রকাশ করতেই সেটাকে হাতিয়ার করে বিজেপি আবার বিরোধীদের আক্রমণ শানাতেও নেমে পড়েছে। কিন্তু বিজেপিরই (BJP) বিক্ষুব্ধ নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলছেন,”দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমার মনে হচ্ছে, ভারতের উন্নয়ন হচ্ছে, দেশ চমকাচ্ছে, এসব দাবি ভুয়ো। সংক্ষেপে বলতে গেলে করোনা (Coronavirus) পর্বের লোকসানের হিসাবের নিরিখে ধরলে দেশের সার্বিক বৃদ্ধির হার এই মুহূর্তে ৪ শতাংশেরও কম। এই হার নেহেরু জমানাতেও ছিল।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ