কলকাতা 

শুধু রুজিরা নয়, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককেও সমান পাঠালো ইডি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর কিছুক্ষণ পরেই কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৯ জুন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হবে মলয় ঘটককে। ইতিপূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইমেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ইমেলের জবাব দেননি বলে সূত্রের খবর। অবশেষে তৃতীয়বার ইমেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছেন তিনি। যদিও আইনমন্ত্রীকে ইডির তলব ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কয়লা পাচার মামলায় মলয় ঘটককে ন’বার সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। সেইসময় বেশকিছু নথিপত্র সংগ্রহ করেছিল তাঁরা। কিন্তু ইডির অভিযোগ, বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। প্রাথমিকভাবে রক্ষাকবচ পেলেও পরে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।

Advertisement

তবে আদালতের নির্দেশ ছিল, মলয়কে তলব করতে হলে, তাঁর সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে। আর সমন পেলে মলয়কেও তদন্তে সহযোগিতা করতে হবে। সেই মতো ইডি দু’বার ইমেল করে সময় চেয়েছিল। কিন্তু জবাব দেননি মন্ত্রী। অবশেষে তৃতীয় ইমেলের জবাব দেন। সেই অনুযায়ী ১৯ জুন ইডির সদর দফতরে হাজিরা দিতে বাধ্য হবেন মলয় ঘটক। এবার যদি মন্ত্রী হাজিরা এড়িয়ে যান সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি।

একই দিনে পরপর দুটি নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোড়ন পড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে একই দিনে ইডি নোটিশ পাঠিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে কেন্দ্রীয় সরকার বলেও তৃণমূল নেতৃত্ব মনে করছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ