কলকাতা 

পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন সরকারি পদে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এই শূন্যপদে নিয়োগের কথা বলেন। তিনি জানান, রাজ্যে প্রাথমিকে স্কুলগুলিতে ১১ হাজার শিক্ষক, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে শীঘ্রই। তা ছাড়া রাজ্য সরকারের গ্রুপ ডি পদেও কর্মী নিয়োগ হবে। এই সংখ্যাটা প্রায় ১২ হাজার।

মুখ্যমন্ত্রী এ-ও জানান, ৯,৪৯৩ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে রাজ্যে। তিনি বলেন, ‘‘রাজ্যে নতুন কর্মী নিয়োগে জোর দিচ্ছে রাজ্য। সব মিলিয়ে বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার চাকরি হবে।’’

রাজ্যের প্রায় সব সরকারি পদে নিয়োগের কথা জানিয়েছেন মমতা। তিনি জানান, স্কুল ছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও শূন্যপদে নিয়োগ হবে। তা ছাড়া ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স এবং পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার কর্মীকে নিয়োগ করা হবে।

কিছু দিন আগে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ নিয়ে মন্ত্রী এবং আমলাদের উপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি জানান তাঁর ছাড়পত্র সত্ত্বেও বেশ কিছু পদে নিয়োগ আটকে রয়েছে। তার কারণ জানতে চান তিনি।

অনেকে মনে করছেন পঞ্চায়েত ভোট সামনে থাকায় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। প্রতিবার ভোটের আগে নিয়োগের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ভোট শেষ হওয়ার পর সেই নিয়োগ আর হয় না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ