কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন, কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী! সাতই জুন শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জাতীয় সড়কে মিছিল করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অনুমতি না নিয়ে। এই অভিযোগ আগেই করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্ভবত আগামী ৭ জুন এই মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাই কোর্টে এই মামলা দায়ের করা হয়। চলতি মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ তাঁর। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, জাতীয় সড়ক আইন বলছে অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।

Advertisement

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ