কলকাতা 

কর্মীদের উপস্থিতি খতিয়ে দেখতে নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার দুপুর সোয়া বারোটা হঠাৎই ভূমি সংস্কার ও অর্থ দফতরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন আধিকারিকদের একইসঙ্গে দফতরের কাজকর্ম নিয়ে সচিবদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। নবান্নে মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। কিছুদিন আগে তিনি হঠাৎই স্বরাষ্ট্র দফতর এবং পার্বত্য বিষয়ক দফতরে সারপ্রাইজ ভিজিট করেছেন করেছিলেন কর্মীদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এদিন বেলা সোয়া বারোটা নাগাদ নবান্নের লিফট থেকে সাততলায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। নবান্নের সাততলাতেই রয়েছে ভূমি সংস্কার দপ্তর। ইতিপূর্বে একাধিকবার প্রশাসনিক বৈঠকে এই দপ্তরের কর্মীদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। এদিন দপ্তরে ঢুকর্মীদের হাজিরা কত, সচিবের কাছে জানতে চান। কাজের গতি নিয়েও প্রশ্ন করেন। এরপর কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান তিনি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ