কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া দিয়ে হ্যারিকেন মিছিল করা যাবে না নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হ্যারিকেন মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আজ ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিল।

এমনকি, ওই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কালীঘাট পর্যন্তও নিয়ে যাওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এই হরিশ মুখার্জি রোডে রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়ি শান্তিনিকেতন। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে অন্য রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে বলেছে চাকরিপ্রার্থীদের।

হ্যারিকেন হাতে চাকরিপ্রার্থীদের মিছিলের কর্মসূচিতে এর আগে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। মঙ্গলবার বিকেলে মামলাটি শুনানির জন্য ওঠে। সেখানেই দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোডের বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে যেতে পারবেন আশুতোষ মুখার্জি রোড ধরে। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই থামাতে হবে মিছিল কর্মসূচি।

হ্যারিকেন হাতে ওই মিছিলের সন্ধ্যায় করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময়ও বদলে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মিছিল দুপুর ১২টায় শুরু করে শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ