জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা প্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

দীপাঞ্জন দে: ১৪ মে ২০২৩ (রবিবার) বাংলা ভাষায় অন্যতম বিজ্ঞান পত্রিকা ‘বিজ্ঞান অন্বেষক’-এর বিশেষ পাখি সংখ্যাটি প্রকাশ পেল। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে এই পত্রিকা প্রকাশিত হয়। লম্বা পথ অতিক্রম করে ২০২৩ সালে ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা ২০ বর্ষে পদার্পণ করেছে। পাখি সংখ্যাটি হল দ্বিমাসিক ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২০তম বর্ষের ৩য় সংখ্যা (মে-জুন ২০২৩)। এদিন গোবরডাঙা গবেষণা পরিষদে ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় মজবুত লড়াই চাই’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যাটি প্রকাশ পায়। ‘বিজ্ঞান দরবার’ (কাঁচরাপাড়া) এবং ‘গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি’-র আয়োজনে এই সভা বসেছিল। বহু পরিবেশকর্মী ও বিজ্ঞানকর্মী এদিন উপস্থিত ছিলেন। এদিনের সভার অন্যতম উদ্দেশ্য ছিল প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় যৌথ সহযোগিতায় ঐক্যবদ্ধ কাজের পরিকল্পনা গ্রহণ, আলোচনা ও কর্মসূচি প্রণয়ন।

‘বিজ্ঞান অন্বেষক’-এর পাখি সংখ্যার পাশাপাশি আরো দুটি গ্রন্থ এদিন প্রকাশ পায়। তার মধ্যে একটি হল ‘বাংলাভাষায় পাখিচর্চা’ (একটি সংকলন প্রয়াস)। এই গ্রন্থের লেখক ডা. কণাদ বৈদ্য ও দীপককুমার দাঁ। আরেকটি গ্রন্থ হল দীপককুমার দাঁ রচিত ‘মিষ্টি জলের সঙ্কট ও প্রতিকার’। এই গ্রন্থটিও সেদিন প্রকাশ পায়। এ দিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দীপককুমার দাঁ। শুধু আলোচনা সভা নয়, এদিন অনুষ্ঠান প্রাঙ্গণে গোবরডাঙা গবেষণা পরিষদের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক বই ও পত্র-পত্রিকার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থাও করা হয়েছিল।

Advertisement

লেখক: সম্পাদক, ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ পত্রিকা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ