দেশ 

“উত্তর-পূর্ব ভারত জ্বলছে,আমরা উদ্বিগ্ন,রাজনীতি আগে না কি মানুষের জীবন?” মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে প্রশ্ন মমতার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মনিপুরে যখন আগুন জ্বলছে তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরে কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অশান্তি প্রাণহানির মত এবং জাতি দাঙ্গার মত ঘটনা যেখানে ঘটছে সেই মনিপুর সফরে না গিয়ে বাংলায় আসার কি কোন প্রয়োজন ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন নির্বাচন আসবে আর চলে যাবে মানুষের প্রাণটা বড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন “উত্তর-পূর্ব ভারত জ্বলছে। আমরা উদ্বিগ্ন। রাজনীতি আগে না কি মানুষের জীবন?”

মণিপুরে হিংসায় ৫৪ মারা গেছে বলে খবর। হিংসার পাশাপাশি সরকারের কড়া পদক্ষেপে জেরে মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু মণিপুরে মৃতের প্রকৃত সংখ্যা কত, তা গোপন করছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তাঁর দাবি, বাংলায় কিছু না হলেও ১৫১টা কেন্দ্রীয় দল পাঠায়। মণিপুরে কেন কোনও কেন্দ্রীয় দল গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

পাশাপাশি, বাংলা কীভাবে মণিপুরে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের ফেরানো হচ্ছে তাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখনও অশান্তি মণিপুরে ৬৮ পড়ুয়া আটকে রয়েছে। তারা বিমানবন্দর থেকে বেশ কিছুটা দূরে রয়েছে বলেও জানিয়েছেন মমতা। তাঁদের ফেরাতে মণিপুরে সেফ প্যাসেজের আবেদনও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু বাংলা নয়, অন্যান্য় রাজ্যের বাসিন্দাদেরও উদ্ধার করছে বাংলা। তাঁদের রাজ্যে আশ্রয়ও দেওয়া হচ্ছে।

মমতার কথায়, “মণিপুর জ্বলছে। কিন্তু তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। নির্বাচন তো আসবে যাবে, কিন্তু মানুষের জীবন আগে। ভোট নিয়ে বিজেপি যতটা ব্যস্ত মণিপুর নিয়ে ততটা ব্যস্ততা নেই। একটা দিন সময় বের করে মণিপুর যেতেই পারতেন। বাংলায় তো পরেও আসা যেত।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ