কলকাতা 

চলে গেলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সমরেশ মজুমদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চলে গেলেন বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র সাহিত্যিক সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। তিনি বেশ কিছু দিন ধরেই সিওপিডির (COPD) সমস্যায় ভুগছিলেন ।আজ সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫টা ৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর। অনিমেষ চতুষ্ক সমরেশ রচিত চারটি অবিস্মরণীয় উপন্যাস। উপন্যাসগুলি হল ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং মৌষলকাল। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক গৌতম ঘোষ। সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি। প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্বাসকষ্টের অসুস্থতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন সমরেশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ দেখা দিচ্ছিল। ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষরক্ষা হল না। প্রয়াত হলেন বাংলা সাহিত্যের সাম্প্রতিককালের অন্যতম জনপ্রিয় মুখ সমরেশ।

Advertisement

১৯৪২ সালে জন্ম সমরেশ মজুমদারের। শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটায়। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ছিলেন। বাংলায় স্নাতক হন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে। স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা সূত্রেই শহর কলকাতার সঙ্গে পরিচয়। শুরুতে ছোটগল্প লিখেই খ্যাতি। পরবর্তীকালে ১৯৭৫ সালে ‘দৌড়’ উপন্যাস ছাপা হয়েছিল একটি বাণিজ্যিক পত্রিকায়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ