মালদহে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়!
বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সমগ্র রাজ্য জুড়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলছে। কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি কে ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি অনেক অঘটনও ঘটছে। কোথাও কোথাও দলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে এর ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সভা গুলিতে। কিন্তু আজ বৃহস্পতিবার এসবগুলোকে ছাপিয়ে গেল।এদিন মালদহ সফরে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মালদহের মোথাবাড়িতে অভিষেকের ‘জনসংযোগ কর্মসূচি’ ছিল। বৃহস্পতিবার দুপুরে সেখানে যাওয়ার পথে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাতটারি গ্রামে তাঁর গাড়ি আটকন গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, বিনোদপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান আর্থিক তছরুপে জড়িত। ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকে পদ থেকে সরানোর দাবিও করেন গ্রামবাসীরা। গাড়ি ঘিরে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা অভিষেককে নিজমুখে দুর্নীতির অভিযোগ জানাতে চান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
বিক্ষোভে আটকে পড়ার পর গাড়ি থেকে নেমে আসেন অভিষেক। তিনি কথা বলেন বিক্ষোভরত গ্রামবাসীদের সঙ্গে। শোনেন সমস্যা, আপত্তি ও অভিযোগের কথা। সূত্রের খবর, তিনি মৌখিক ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিক্ষোভরতদের। এর পর পুলিশ আস্তে আস্তে অভিষেকের গাড়ির আশপাশ থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের ভিড় সরিয়ে দেয়। সভাস্থলের উদ্দেশে বেরিয়ে যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গাড়ি।