জেলা 

বিধায়কের বাড়িতে আয়কর হানা !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রায়গঞ্জের বিজেপির প্রার্থী হিসাবে জেতা বিধায় ক বিধায়ক সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর তার বাড়িতে আজ বুধবার সকালে আয়কর দফতর হানা দেয়। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি অফিস সহ তিনটি ঠিকানায় হানা দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা।২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হলেও পরে দল বদল করে তৃণমূলে যোগ দেন তিনি।খাতায় কলমে অবশ্য এখনও তিনি বিজেপি-তেই আছেন।

প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের আয়কর আধিকারিকদের একটি দল এই তল্লাশিতে রয়েছেন বলে খবর। এ দিন সকাল আটটা নাগাদ প্রথমে বিধায়কের রায়গঞ্জের বাড়িতে পৌছন তাঁরা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযান চলে বিধায়কের অফিসেও। পাশাপাশি বিধায়কের এক হিসাবরক্ষকের বাড়িতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। বেনামে বিধায়কের কোনও সম্পত্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Advertisement

আয়কর দফতর সূত্রে খবর, আয় বহির্ভূত সম্পত্তি এবং তথ্য গোপন করে কম আয়কর জমা দেওয়ার অভিযোগ ছিল রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে৷ তল্লাশি শুরু করেই বিধায়কের বাড়ি গিয়ে তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নেন আয়কর দফতরের আধিকারিকরা।কৃষ্ণ কল্যাণী এবং তাঁর পরিবারের সদস্যদের নামে কী কী সম্পত্তি রয়েছে. বিধায়কের আয়ের কী কী উৎস, সেই সংক্রান্ত সব নথি খতিয়ে দেখা হচ্ছে।

কৃষ্ণ কল্যাণী আগে তৃণমূলেই ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ কিন্তু ভোটে জয়ের পরেই অন্য বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে দলবদল করে শাসক দলে যোগ দেন তিনি৷ কৃষ্ণ কল্যাণীকে মুকুল রায়ের জায়গায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ