“আপনাকে নেতা হিসাবে মানাটা আমাদের জন্য লজ্জাজনক” এ আইসিসি নেতা অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বলেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তুভ বাগচী
বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সভা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভির বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচী।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচী এই ইস্যুতে দলের কেন্দ্রীয় নেতা আইনজীবী অভিষেক মনু সিংভি কে চিঠি লিখে সরাসরি আক্রমণ করেছেন। তিনি চিঠিতে বলেছেন,’আপনার জন্য আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’ কৌস্তভের সাফ কথা, “আপনাকে নেতা হিসাবে মানাটা আমাদের জন্য লজ্জাজনক।”
রাজ্যে কংগ্রেস (Congress) দিনরাত দুর্নীতি ইস্যুতে তৃণমূলের মুন্ডপাত করে চলেছে, অথচ দিল্লিতে নামী কংগ্রেস নেতারাই তৃণমূলের হয়ে মামলা লড়ছেন। অনেক ক্ষেত্রে কংগ্রেসি আইনজীবীদের সওয়ালেই স্বস্তি পাচ্ছে রাজ্যের শাসকদল এবং শাসকদলের শীর্ষ নেতারা। যার সাম্প্রতিকতম উদাহরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মামলা। দিল্লির কংগ্রেস নেতাদের এই অবস্থান রীতিমতো বিড়ম্বনায় ফেলে দিয়েছে প্রদেশ নেতাদের। এতটাই যে বাধ্য হয়ে, প্রদেশ কংগ্রেসের (Congress) অন্যতম মুখ কৌস্তভ বাগচি সটান অভিষেক মনু সিংভিকে কড়া চিঠি লিখে বসলেন।
রাজ্যসভার সাংসদকে লেখা চিঠিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লেখেন, “আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, সেটা ঠিক করার অধিকার আপনারই। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না আপনি। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়েই আদালতে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন, ‘আমরা আপনার জন্য লজ্জিত’।”