সম্প্রীতি আকাদেমির গুণীজন সংবর্ধনা
সংবাদদাতা বাংলার জনরব:দীর্ঘ দু’দশেকের বেশি সময় বিভিন্ন বৌদ্ধিক আলোচনা এবং গুণীজনের সংবর্ধনার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা শহরে সমাদৃত সম্প্রীতি আকাদেমি । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দের পরিচালনায় সম্প্রীতি আকাদেমি গত ২৯ এপ্রিল ২০২৩ বৌবাজার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় এক বিশেষ আলোচনা, সংবর্ধনা এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
নীলাঞ্জনা ভট্টাচার্যের সলমনের গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংস্থার সভাপতি সুমন পাল ভিক্ষুর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় নির্ধারিত আলোচনা সভা। ‘বাইবেল ৪০০: কিং জেমস্ থেকে মিঙঙোর মঙ্গলবার্তা’ বিষয়ে আলোচনায় অংশ নেন শিশির রায়, অরুন্ধতী দাস,শামিম সাইফুল্লা, অংশুমান ভৌমিক। যদিও শিশির রায় ‘ বাংলা ভাষা সাহিত্যের ওপর বাইবেলের প্রভাব’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফাদার মিঙঙোর আদর্শ সম্পর্কিত আলোচনায় খ্রিস্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে উইলিয়াম কেরির অবদান নিয়ে আলোচনা করেন অরুন্ধতী দাস। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিম সাইফুল্লা তাঁর সংক্ষিপ্ত ভাষণে বাংলা ভাষার শুদ্ধতা এবং বাংলা ব্যাকরণ সৃষ্টিতে উইলিয়াম কেরির অনবদ্য অবদানের কথা বিশ্লেষণ করেন।
এদিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দূজন কৃতি ব্যক্তির সংবর্ধনা জ্ঞাপন। একজন হলেন সাপ্তাহিক নতুন গতির সম্পাদক এমদাদুল হক নূর। যিনি বিগত কয়েক বছর যাবৎ বাংলাভাষা সাহিত্য, শিল্প সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন করে এসেছেন। তাই তাঁকে এবার সম্প্রীতি আকাদেমির তরফে প্রদান করা হয় ‘সম্প্রীতি সম্মান২০২৩’। অন্য বিদগ্ধ ব্যক্তিত্ব শম্পা ভট্টাচার্য কেও সংবর্ধিত করা হয় ‘সম্প্রীতি সম্মান ২০২৩’ এ।
এদিন অনুষ্ঠানে প্রকাশিত হয় ড. সুরঞ্জন মিদ্দের ‘ বাইবেল ও বাংলা সাহিত্য ( ২য় সংখ্যা)’ তথ্যবহুল গ্রন্থ। ড. মিদ্দের গ্রন্থটি বাংলা সাহিত্যের একটি প্রামাণ্য গ্রন্থ, কথাটি উঠে আসে প্রকাশকদের আলোচনায়।
এদিন এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সুদূর ধনিয়াখালি থেকে অধ্যাপক দীনবন্ধু কুন্ডু।
সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল এক ব্যাতিক্রমী প্রয়াস। যাদের আন্তরিক সহযোগিতায় এদিন অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তাদের মধ্যে অন্যতম হলেন সুশীল সাহা ও পিটার দে-ভ্রেইস। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন আধ্যাপক সঞ্জীব হাঁসদা।