জেলা 

পটাশপুর তুফানগঞ্জের পর মানিকচকের তৃণমূলী পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে নবজোয়ার আনার লক্ষ্যে কোচবিহার থেকে কাকদ্বীপ জনসংযোগ যাত্রা যখন করছেন ঠিক সেই সময় শাসক দলে ভাঙ্গন অব্যাহত। পূর্ব মেদিনীপুরের পটাশপুর কোচবিহারের তুফানগঞ্জ এর পর আজ বৃহস্পতিবার মালদার মানিকচকে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ধরল। একটি গ্রাম পঞ্চায়েতের এক ঝাঁক নেতা সদস্য সহ কংগ্রেসের যোগ দিলেন এইসব তৃণমূল নেতারা।

তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন, এসব মানতে না পেরেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, দাবি তৃণমূলত্যাগীদের।

Advertisement

অভিষেকের সফরের আগে শাসকদলে ভাঙন ধরায় আশাবাদী কংগ্রেস। বিজেপির কটাক্ষ, আগামীদিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। গণ ইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্ব একটি পঞ্চায়েত এর একাধিক সদস্যের গণ ইস্তফা কে আমল দিতে নারাজ হলেও বাস্তবে মালদাহা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ভাঙ্গন আরো ত্বরান্বিত হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ