কলকাতা 

পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছাতে আদালত বান্ধব নিয়োগ করলো সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির মূলে পৌঁছাতে চাইছে সুপ্রিম কোর্ট ।আজ এই মামলা আলাদা করে তদন্ত করার জন্য আদালত বান্ধব নিয়োগ করলো দেশের শীর্ষ আদালত।স্কুল গ্ৰুপ সি এবং গ্ৰুপ ডি পদে নিয়োগ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমারের বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখতে আইনজীবী গৌরব আগরওয়ালকে নিয়োগ করল শীর্ষ আদালত।

বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় আইনজীবী গৌরব আগরওয়াল সাহায্য করবেন। আদালতবান্ধব সংক্ষিপ্ত আকারে রিপোর্ট তৈরি করে তা আদালতে পেশ করবে।

Advertisement

নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। তবে পরে ডিভিশন বেঞ্চে মামলাগুলি স্থগিত হয়ে যায়। পরে ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধান করে।

বাগ কমিটি স্কুলে গ্ৰুপ সি এবং গ্ৰুপ ডি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে ডিভিশন বেঞ্চে। বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, গ্ৰুপ সি পদে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেননি। বাগ কমিটি ডিভিশন বেঞ্চকে এ-ও জানায়, গ্ৰুপ ডি পদেও বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে ৬২৪ জনকে।

এর পর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলে বাগ কমিটির কাছে ভুয়ো নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি চায় সিবিআই। কিছু ভুয়ো চাকরিপ্রার্থীর নথি দেওয়া হলেও, অনেকের নথিই সিবিআইয়ের হাতে এসে পৌঁছয়নি বলেও সংস্থার আইনজীবী অভিযোগ করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ