জেলা 

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কালিমালিপ্ত করার অভিযোগে শুভেন্দু অধিকারী ও আইনজীবী তরুণ জ্যোতিকে আইনি নোটিশ পাঠালেন অপরুপা পোদ্দার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতিতে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার এর নাম জড়িয়ে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারীকে আইনি নোটিশ পাঠালেন আরামবাগের তৃণমূল সাংসদ। একইসঙ্গে ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় এফ আই আর করেছেন অপরুপা।

অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন যে, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির ওই আইনজীবী নেতা। জয়দীপের কথায়, ‘‘অপরূপার নাম করে একটি ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন ওই দু’জন। তাতে বলা হয়েছে, তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। আমার মক্কেল অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা দু’জনকেই মানহানির নোটিস পাঠিয়েছি।’’ ওই দু’জন অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন অপরূপার আইনজীবী।

Advertisement

এ নিয়ে অপরূপা বলেন, ‘‘শুভেন্দু’দা এবং তরুণজ্যোতি তিওয়ারি’দাকে সম্মান দিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে কেস করলাম। শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলাম। এ বার আসল তথ্য সামনে আনুন। আদালতে দেখা হবে।’’ এ নিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অরবিন্দ আনন্দ জানিয়েছেন যে, বিষয়টি নিয়ে একটি জেনারেল ডায়েরি করেছেন সাংসদ।

এ নিয়ে তরুণজ্যোতি বলেন, ‘‘আফরিন আলি ম্যাডাম, আপনার নোটিস পেলে উত্তর নিশ্চয়ই দেব। তার আগে তৈরি হন সিবিআইকে উত্তর দেওয়ার জন্য। আর সংস্কৃতির কথা আপনার অথবা আপনার পরিবারের কারও মুখে মানায় না। আপনার স্বামীর সেই বিখ্যাত ভিডিওটা এখনও সংবাদমাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। নারদা নিয়ে না হয় নতুন করে না-ই বা বললাম।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ