কলকাতা 

সাত সকালেই কলকাতার তিলজলায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত দুই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  পার্ক সার্কাস সংলগ্ন তিলজালার এক জুতো রং করার কারখানায় আজ বৃহস্পতিবার সকালে আগুন লাগে। এই আগুনে দুজনের মৃত্যু হয়েছে।আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ভোরে তপসিয়া থানা এলাকার একটি দোকানে আচমকা আগুন ধরে যায়। আগুন লাগার সময় দোকানের ভিতরেই ছিলেন তিনজন। আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ৪টি ইঞ্জিন।

Advertisement:

Advertisement

এদিন সকাল পৌনে সাতটা নাগাদ তপসিয়া থানা এলাকার তিলজলায় হাওয়াই চটি রং করার দোকানে আগুন ধরে যায়। আগুনের ফুলকি দেখা মাত্র স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, রাতে দোকানের ভিতরেই ছিলেন বাবা ও তাঁর দুই ছেলে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ছোট ছেলেকে উদ্ধার করা হয়। আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি। বাকি দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। দোকানের ভিতরে এখনও একজনের দেহ আটকে রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকেলর ৪টি ইঞ্জিন, তপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে দোকানটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকল ঢুকতে পারেনি। পাইপের মাধ্যমে জল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চলছে। দোকানের ভিতরে দাহ্য় পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়়ে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ