কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতার তপন থিয়েটারে জাঁকজমকপূর্ণ নাটক অনুষ্ঠান,কলাক্রান্তি সংস্থার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, কলকাতা : মানুষের দৈনন্দিন জীবন কাহিনী নিয়ে তৈরি করা হয়ে থাকে নাটক। আর তা যদি যুগোপযোগী হয়ে থাকে তা প্রাণের বাতাবরণ তৈরি করে সচেতন মানুষদের মধ্যে।অতি সম্প্রতি কলাক্রান্তি নাটক সংস্থা প্রযোজিত মনোজ মিত্র রচিত,অনিমেষ কান্তি ঘোষাল পরিচালিত নাটক “বাবুদের ডালকুকুরে” পরিবেশিত হলো।১ঘন্টা ১০মিনিটের নাটকটির টানটান অভিনয় দর্শকদের কাছে প্রশংশিত হয়। রচনার দিক থেকে পুরাতন হলেও নাটকের বিষয় অত্যন্ত সমসাময়িক ও প্রাসঙ্গিক। সব্জী মন্ত্রীর ভূমিকায় ইরফান আলী বিশ্বাস ও তাঁর সহধর্মিণী হিসাবে অভিনয় করা অঞ্জলি পাল এককথায় অনবদ্য, অসাধারণ। নিলয় গৌতম, উৎপল পাল, জয়ক গুপ্ত, সুব্রত ভৌমিক নিজ নিজ চরিত্রে প্রশংসার দাবী রাখেন। নান্টু দত্তের সেট, চন্দন ব্যানার্জীর আলো, সৌমেন দত্তের শব্দ যথাযথ।এদিনের অনুষ্ঠানকে বাড়তি মাত্রা দিয়েছে অতিথি শিল্পী ঈষিকা বিশ্বাসের কত্থক নৃত্য।

বলাবাহুল্য কলাক্রান্তি আয়োজিত ২৮তম বহুভাষিক স্বল্পদৈর্ঘ্য নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০ ও ১১ ফেব্রুয়ারি মুক্ত অঙ্গন রঙ্গালয়ে ১২টি দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রখ্যাত অভিনেতা-পরিচালক অধ্যাপক অশোক মুখোপাধ্যায় ও মানসী সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রখ্যাত আলোক শিল্পী ভানু বিশ্বাসকে দেববালা ব্রহ্মের স্মৃতিতে অর্থ সাহায্য ও সম্বর্ধনা দেওয়া হয়। প্রতি বছর কলাক্রান্তির প্রতিষ্ঠাতা প্রয়াত অনিমেষ কান্তি ঘোষাল ও তাঁর মাতা স্বর্গীয়া গৌরী কণা দেবীর স্মৃতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

Advertisement

যুগ্ম সম্পাদক ইরফান আলী বিশ্বাস এর পরিচালনায় একে একে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। ব্যক্তিগত পর্যায়ে সেরা শিশু শিল্পীর পুরস্কার পান তিস্তা পাইক, শ্রেষ্ঠ অভিনেত্রী রত্নাবলী, শ্রেষ্ঠ অভিনেতা সন্দীপ বোস, সেরা পান্ডুলিপি পুরস্কার পান রঞ্জিত সেন চৌধুরী এবং সেরা পরিচালক ড: অমাজিৎ বাসু। দলগতভাবে তৃতীয় পুরস্কার অনিমেষ কান্তি ঘোষাল স্মৃতি পুরস্কার পায় পূর্বপুটিয়ারী কোলকাতা নাট্যজন, দ্বিতীয় পুরস্কার অনিমেষ কান্তি ঘোষাল স্মৃতি পুরস্কার পায় যাদবপুর নাট্য ঐক্য।

প্রথম পুরস্কার গৌরীকণা দেবী স্মৃতি পুরস্কার ছিনিয়ে নেয় থিয়েটার ফর্মেশন পরিবর্তক। বিজয়ী দলগুলির হাতে পুরস্কার তুলে দেন সভাপতি আইনজীবী সৌমিত্র পাল ও সহ সভাপতি শ্রীমতী রীতা ঘোষাল। সভাপতি তাঁর সংক্ষিপ্ত ভাষণে নাটকের মাধ্যমে সম্প্রীতি রক্ষার কথা, শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য রক্ষার কথা উল্লেখ করেন এবং নাট্য পিপাসু দর্শকদের ধন্যবাদের মধ্যে আগামী দিনে আরও ভালো নাটক মঞ্চস্থ হবে এই অঙ্গীকার করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ