কলকাতা 

হাওড়া ও হুগলির অশান্তির জেরে ৩৫৫ ধারা চান শুভেন্দু ,এ প্রসঙ্গে রাজ্যপাল কি বললেন ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: বিজেপি দল শিবপুর এবং হুগলির রিষড়ার  ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের ৩৫৬ নয় ৩৫৫ ধারা জারি করার দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকেলে এই দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে লিখিত আকারে এই দাবি জানান। ওই প্রতিনিধি দলের দাবি হচ্ছে অবিলম্বে এই দুটি এলাকাকে বা দুই থানা এলাকাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক।

এই দাবির স্বপক্ষে কথা বলতে গিয়ে রাজ্যপালের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সাংবিধানিক প্রধান তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট না চেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে জানান। শিবপুর থানা, রিষড়া থানা এলাকায় ৩৫৫ ধারার আওতায় ‘উপদ্রুত’ ঘোষণা করা হোক। আগামী দেড় মাসের জন্য ওই থানাগুলিকে আধা সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রাজ্যপাল এই প্রস্তাব দিন। তা হলে বুঝব, উনি কিছু করে দেখাতে চাইছেন।’’

Advertisement

এর উত্তরে রাজ্যপাল শুভেন্দু অধিকারীর সমালোচনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন সমালোচক বন্ধু হতে পারেন অতি সমালোচক আরো বন্ধু হতে পারেন কিন্তু ভন্ড সমালোচক হলে চলবে না। তবে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ্যপাল বলেছেন, বিরোধী দলনেতা দাবি জানাতেই পারেন এটাই গণতন্ত্রের নিয়ম তবে আমাকে চলতে হবে সাংবিধানিক বিধি নিষেধের মধ্য দিয়ে।

রাজ্যপালের ভাষায়,‘‘এটা তো একটা দাবি। বিরোধী দলনেতার এই ধরনের দাবি করার অধিকার আছে। বিরোধীদের কাজই হল বিরোধিতা করা। তাই বিরোধী দলনেতা কিছু দাবি করছেন, এটা গণতন্ত্রে খুব স্বাভাবিক। রাজ্যপাল হিসাবে আমি সংবিধানের পথেই হাঁটব।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ