দেশ 

মনমোহন সিং সরকারের জামানায় পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতি! কংগ্রেস ফাইলস খুলছে এবার বিজেপি, নয় বছর ক্ষমতায় থাকার পর ফাইল খুলে কোন ফায়দা হবে কী?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ন’ বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ করে মোদি সরকারের মনে পড়ে গেল মনমোহন সিং সরকারের আমলের দুর্নীতির কথা। আসলে রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের পর বিরোধীদলের জোর দেখে খানিকটা ঘাবড়ে গেছে বিজেপি তাই আজ রবিবার তারা তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে মনমোহন সিং সরকার দল কম করে পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত।

আর এই দুর্নীতির নেপথ্যে দুজনকে দায়ী করা হয়েছে মনমোহন সিং ও সোনিয়া গান্ধী।বিজেপির তরফে জানা গিয়েছে, কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে ধারাবাহিক ভাবে ভিডিয়ো প্রকাশ করে যাবে তারা। গোটা প্রচারসূচির নাম রাখা হয়েছে ‘কংগ্রেস ফাইলস’। ইউপিএ আমলে কয়লা কেলেঙ্কারি, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চলেছিল। বিজেপির তরফে প্রকাশিত ভিডিয়োতেও এগুলির উল্লেখ আছে। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশে ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকার দুর্নীতি হয়েছে।

Advertisement

কিছু দিন আগেই ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস, তৃণমূল, আপ, সিপিএম-সহ মোট ১৪টি দল। এই প্রসঙ্গে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “দেশে ভ্রষ্টাচারী বাঁচাও আন্দোলন চলছে।” বিরোধীদের অভিযোগ ছিল, বেছে বেছে বিরোধী দলের নেতানেত্রীদেরই নিশানা করছে ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলি।

আসলে রাহুলের গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর যেভাবে রাহুল সরাসরি আদানি এবং মোদিকে নিশানা করেছেন তাতে বিজেপি ব্যাক ফুটে চলে গেছে। মনে করা হচ্ছে কর্ণাটক বিধানসভার নির্বাচনে বিজেপি যদি হেরে যায় তাহলে আগামী লোকসভা নির্বাচনে মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেই আশঙ্কা থেকেই নয় বছর পর কংগ্রেসের বিরুদ্ধে বা মনমোহন সিং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হতে হচ্ছে বিজেপিকে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ন বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কেন এই দুর্নীতির প্রমাণ করতে পারলেন না নরেন্দ্র মোদি? আর এখন ঠিক ভোটের এক বছর আগে কেন এই দুর্নীতি প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। তবে রাজনৈতিক মহল মনে করছে এই সময় কংগ্রেস ফাইলস খুলে রাজনৈতিকভাবে কোন লাভ হবে না বিজেপির।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ