জেলা 

উত্তর দিনাজপুরের চোপড়ায় দলীয় বৈঠক থেকে বেরিয়েই গুলিবিদ্ধ তৃণমূলের সংখ্যালঘু কর্মী!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রামনবমীর দিন দুপুরবেলায় খুন হয়ে গেলেন এক তৃণমূল কর্মী। নাম ফয়জুল রহমান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ উঠেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর হাতে ই খুন হয়েছে ওই দলীয় কর্মী।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দিঘাপানায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে কাকে টিকিট দেওয়া হবে, সেই সংক্রান্ত। তা শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটে। বৈঠক সেরে বেরোনোর সময় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের। তাদের বক্তব্য, খুনের নেপথ্যে দলের ‘বিরুদ্ধে গোষ্ঠী’ রয়েছে।

Advertisement

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার বিশপ সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘গুলি চলার ঘটনা ঘটেছে। এর বেশি এখনই কিছু বলতে পারছি না।’’

ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন, কিন্তু প্রশ্ন উঠেছে নিজের দলের সংখ্যালঘু নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে এই রাজ্যের সংখ্যালঘুরা যে নিরাপদে আছেন তা কি বিশ্বাসযোগ্য?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ