জেলা 

সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের নিয়ে বৈঠক রাজারহাট থানায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :সর্বধর্ম সমন্বয়ের অন্যতম পীঠস্থান,বাংলায় মহাপুরুষদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল প্রাচীন কাল থেকেই।সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের আমলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় অনুষ্ঠান করে থাকে। বিভিন্ন ধর্মের আসন্ন অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিধাননগর কমিশনারেটের এসিপি সম্প্রীতি চক্রবর্তী জানান যেকোন ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।বিগত দিনের ন্যায় এবারও কোন রকমের সমস্যা ছাড়াই অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে বলে তিনি জানান। বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের কথায় এই বাংলার সকল সম্প্রদায়ের মানুষ হৈহৈ করে আনন্দ করে থাকে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদের বক্তব্যে উঠে আসে সর্বধর্ম সমন্বয়ের বাংলায় জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি ক্ষেত্রে যেভাবে কর্মসূচি রূপায়িত হচ্ছে তার ব্যতিক্রম হচ্ছে না ধর্মীয় অনুষ্ঠান গুলোতে। তার কথায় উঠে আসে ধর্ম যার যার উৎসব সবার, সেক্ষেত্রে বাংলার সর্বত্র যেমন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে প্রশাসন তেমনি এখানেও শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান।

Advertisement

আইসি জামাল হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দকে। তিনি বলেন সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা অনান্য অনুষ্ঠানগুলো যেমন শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে এবারো তার ব্যতিক্রম হবে না বলে তিনি জানান।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ