জেলা 

রোজার প্রথম দিন থেকেই মানুষের দুয়ারে সমাজকর্মী একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :  ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের অন্যতম রোজা পালন করে চলেছে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। রমজান মাসে দানের ফজিলত সম্পর্কে ওয়াকিবহল ধর্মাবলম্বীরা। তাই অন্যান্য মাসের তুলনায় এই মাসে মুসলিমরা অতিরিক্ত দান,ছাদকা করে থাকে। সম্প্রতি দেখা গেছে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম খাদেম ও আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ রোজার প্রথম দিন থেকেই এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইফতার সামগ্রীয় বিতরণ করে চলেছে।

রবিবার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর অঞ্চলের বেশ কিছু বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার পাশাপাশি তাদের প্রয়োজনে দুয়ারে হাজির থাকার আশ্বাস তিনি দেন। এলাকার মানুষ খুশি জনপ্রতিনিধি ও সমাজকর্মী ফারহাদের উক্ত কর্মকান্ডে। জৈনিক রহমান মোল্লার কথায় উঠে আসে সমাজসেবী এ কে এম ফারহাদের দীর্ঘদিনের সেবার কথা,তিনি বলেন মানুষের পাশে থেকে এই পরিবার দীর্ঘ সময় যেভাবে পরিষেবা দিয়ে চলেছে তার ব্যতিক্রম এখনো হয়নি। তাই এইরকম কর্মপ্রিয় মানুষকে উন্নত জায়গায় দেখতে চায় এলাকার জনগণ।

Advertisement

মানুষের প্রশংসা পাওয়া সত্ত্বেও নিলিপ্ত খারাপ বলেন মানুষ হিসেবে মানুষের সুখে দুখে থাকা দায়িত্ব। ভবিষ্যতে মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ থাকলে এলাকার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ থাকবেন বলে জানান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ