দেশ 

৬ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: শেষ পর্যন্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিলেন স্পিকার ওম বিড়লা। মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে সুরাট আদালতের রায়ের পর জনপ্রতিনিধি আইন অনুসারে এই ব্যবস্থা নিয়েছেন স্পিকার বলে জানা গেছে। তবে একই সঙ্গে জানা যাচ্ছে, এই আইন মতে রাহুল গান্ধীর সাংসদ পদ যেমন খারিজ হয়েছে একইভাবে আগামী ছয় বছর তিনি ভোটে লড়তে পারবেন না।

সেই অনুসারে ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে যদি উচ্চ আদালত যদি বিশেষ কোনো রায় প্রদান করে তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। জাতীয় কংগ্রেসের কাছে রাহুল গান্ধীর সাংসদ পদ হারানো এবং ছয় বছর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে কংগ্রেস যে দুর্বল হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এ কথা ঠিক যে কায়দায় মোদি সরকার রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নিল তাতে আর যাই হোক রাহুলের জনপ্রিয়তা এ দেশে যে বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ