জেলা 

ভাতারের বিধায়কের বিরুদ্ধে ‘দূর হঠো ‘পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kabach) কর্মসূচিতে অংশগ্রহণকারি ভাতারের বিধায়কের বিরুদ্ধে দু’হঠো পোস্টার পড়লো। পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর ছবি ও নাম দিয়ে ‘দূর হঠো’ পোস্টার ঘিরে রবিবার শোরগোল এলাকায়। বিধায়কের দাবি, এটা বিরোধীদের চক্রান্ত।

রবিবার ভাতারের (Bhatar) বনপাশ অঞ্চল এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ-সহ অঞ্চল তৃণমূল নেতৃত্ব এবং দলীয় কর্মীরা। বনপাশ অঞ্চলের কামারপাড়া গ্রামের ঐতিহ্যবাহী এলোকেশী মাতার মন্দিরে পুজো দিয়ে বিধায়ক তাঁর কর্মসূচি শুরু করেন। কামারপাড়া গ্রামের বিভিন্ন পাড়ায় ঘোরেন। ওই গ্রামেরই কয়েকটি জায়গায় বিধায়কের ছবি ছাপা কয়েকটি পোস্টার (Poster) চোখে পড়ে তাঁর।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শনিবার রাতের অন্ধকারে কেউ বা কারা এসব পোস্টার সাঁটিয়ে দিয়ে যান। পোস্টারে লেখা, “মানগোবিন্দ অধিকারী দূর হটো। ৩৫ টি গরিব পরিবারের কাছ থেকে জমি কেড়ে বড়লোককে বিলিয়ে দেওয়া কার স্বার্থে।”

ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ বলেন, “দু-একজন রয়েছে যারা একসময় দলকে ভাঙিয়ে করেকম্মে খাচ্ছিল। বনপাশ এলাকায় অনেক খাসজমি বেদখল হয়েছিল। বিধায়ক সেগুলি উদ্যোগ নিয়ে উদ্ধার করে সরকারের কাছে ফেরানোর ব্যবস্থা করেছেন। তাই মনে হয় কয়েকজনের স্বার্থে আঘাত লাগায় তারাই এই ধরনের পোস্টার দিয়েছে।” তবে তাঁর সঙ্গে একমত নন বিধায়ক। তাঁর কথায়, “আমি পোস্টার দেখিনি। তবে মনে হয়, এসব সিপিএম ও বিজেপির চক্রান্ত।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ