কলকাতা 

উচ্চ মাধ্যমিক ২০২৩ : শেষ মুহূর্তের টিপস ও সাজেশন ● ইতিহাস /অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উচ্চ মাধ্যমিক ২০২৩

শেষ মুহূর্তের টিপস ও সাজেশন ● ইতিহাস

বাংলার জনরব স্পেশাল

 সৌজন্যে : অনুসন্ধান কলকাতা

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

বিশিষ্ট শিক্ষক : অর্পণ বন্দ্যোপাধ্যায়,

প্রধান, ইতিহাস বিভাগ,

Advertisement

ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল, মধুবনী, বিহার

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

সুপ্রিয় ছাত্র-ছাত্রী,

আগামী সোমবার কুড়ি মার্চ। তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ইতিমধ্যে তোমরা বেশ কয়েকটি পত্রের পরীক্ষা দিয়েছো। সুতরাং চূড়ান্ত পর্যায়ের ইতিহাস প্রস্তুতির পূর্বে কতগুলি প্রয়োজনীয় কথা আরো একবার বলছি। সঙ্গে থাকছে পরীক্ষার আগে শেষবারের মতো চোখ বুলিয়ে নেয়ার জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবারের সাজেশন।

প্রথমে আসি প্রয়োজনীয় কিছু কথায়:-

Multiple চয়েস question এর জন্য তোমাদের কাছে কাছে যে কথা বলা, তা হল, ভালো ভাবে টেক্সট বুক খুঁটিয়ে পড় এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন গুলো একটু দেখে রেখো। মনে রেখো ইতিহাস মানেই খালি প্রচুর লেখা নয়, বুদ্ধির প্রয়োগ করে সময়মতো সঠিক উত্তরটি লিখতে পারা। আর একটা গুরুত্বপূর্ণ কথা তা হল প্রত্যেকটি প্রশ্নের ঠিক কি যাওয়া হচ্ছে তা to the point লিখতে হবে, তবেই পরীক্ষক খুশি হবেন। প্রত্যেকের পরীক্ষা সুন্দর হবে এই বিশ্বাস রইল। আগামীর জন্য অনেক শুভেচ্ছা।

➖▪️➖▪️➖▪️➖▪️➖▪️➖

উচ্চ মাধ্যমিক ২০২৩ ● ইতিহাস

নির্বাচিত প্রশ্ন নিয়ে বিশেষ সাজেশন

➖➖➖➖➖➖➖➖➖➖➖

প্রথম অধ্যায়

1. পেশাদারি ইতিহাস বললে কি বোঝ ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা কর ?

2. মিথ( উপকথা) ও লিজেন্ড( পুরাকাহিনী) বলতে কি বোঝ ? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ?

দ্বিতীয় অধ‍্যায়

1. উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ব আলোচনা করো?

2. সাম্রাজ্যবাদ কাকে বলে ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা কর ?

3. ওপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ?

তৃতীয় অধ্যায় 

1. ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা কর ?

2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা কর ?

4. ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ? ভারতীর অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা কর ?

চতুর্থ অধ‍্যায়

1. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ কর ? এই আন্দোলনের প্রভাব বিস্তার কর ?

2. চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝোয় ? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?

অথবা,

চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?

4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল?

5. ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ?

পঞ্চম অধ‍্যায়

1. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ কর। এই শুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা কর ?

2. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো ?

3. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আইনের গুরুত্ব কি ছিল ?

4. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর ?

ষষ্ট অধ‍্যায়

1. ১৯৪২ সালের ভারত ছাড়ো আইনের উপর একটি নিবন্ধ লেখ ?

অথবা,

১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখ ?

3. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা কর ?

সপ্তম অধ্যায় 

1. সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা কর। এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা কর ?

2. ঠান্ডা লড়াই কি ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর ?

3. ট্রুম‍্যান নীতি কি ? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি ছিল ?

4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

অষ্টম অধ‍্যায়

1. অপ- উপনিবেশিকরণ বলতে কী বোঝ ? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তাৎপর্য আলোচনা কর ?

2. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর ?

3. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর?

4. সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা কর। সার্কের উদ্দেশ্য গুলি আলোচনা কর।

■ সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন

1) শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?

2) বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?

3) কে ঝড়ের অন্তরিপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ?

4) হিলফারডিং এর বইটির নাম লেখো।

5) কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল?

6) ‘জাতী ও জাতি বৈষম্য’ ধারণাটি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিল?

7) মার্কেনটাইলবাদ কী?

8) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?

9) ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো?

10) দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশ গুলির নাম লেখ।

11) কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

12) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন?

13) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?

14) কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?

15) কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন?

16) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

17) কোড কর্নওয়ালিস কী?

18) ‘কাও তাও’ প্রথা কী?

19) কে কবে এবং কার বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন?

20) চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝ?

21) কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল যুক্ত হন?

22) ব্রিটিশ ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলি কী কী?

23) কবে কার উদ্যোগে কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠিত হয়?

24) ‘নববিধান’ কি? কে, কবে এই নীতি ঘোষণা করেন?

25) লাহোরর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

26) উপনিবেশিক ভারতের নিরিখে ‘আইনের শাসন’ বলতে কি বোঝো?

27) গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে?

28) পিটের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো?

29) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

30) কে, কবে এবং কোথায়? বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন?

31) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

32) ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দুটি দুটি উল্লেখ করো।

33) মার্লে-মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো।

34) রাওলাট আইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করো।

35) স্বত্ববিলোপ নীতির দুটি প্রধান শর্ত উল্লেখ করো।

36) ১৯৩২ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল?

37) কোন অঞ্চল ‘বাংলার ডান্ডি’ নামে পরিচিত?

38) রাওলাট কমিশন কী?

39) গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

40) ১৯১৬ সালের লখনৌ কংগ্রেসের গুরুত্ব কী ছিল?

41) কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয়?

42) ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’—এই স্লোগান কোন দেশের?

43) কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে?

44) ‘রশিদ আলী দিবস’ কী?

45) ভিয়েত মুনি কী? অথবা, ভিয়েত মনি কে প্রতিষ্ঠা করেন?

46) ভারতের ইতিহাসের প্রেক্ষিতে ১৯৪০ খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কী বোঝ?

47) মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

48) ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো।

49) কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয়?

50) ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়?

51) মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?

52) বার্লিন এয়ারলিফট কী?

53) সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল?

54) নেভারে প্ল্যান কী?

55) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

56) কিন্নানের বেষ্টনী নীতি কী?

57) কমিনফর্ম কাকে বলে?

58) কবে কার নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা (লং মার্চ) সংগঠিত হয়?

59) ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল?

60) মহালানবীশ মডেল বলতে কী বোঝো?

61) আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে?

62) ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?

63) পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন?

64) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলাফল কী ছিল?

65) নেহেরু মহালান বিষ মডেল কী?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ