দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজ্যসভায় কেন স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল। কেরলের ওই কংগ্রেস নেতার অভিযোগ, গান্ধী-নেহরু পরিবার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

স্বাধিকার ভঙ্গের প্রস্তাবে বেনুগোপালের দাবি, ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মোদী। প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি রাজ্যসভায় মোদীর বক্তৃতায় আগেই তাঁর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে তোলা জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। সে সময় মোদী প্রতি আক্রমণ করে গান্ধী পরিবারকে নিশানা করে বলেন, “দেশের ৬০০ প্রকল্পে গান্ধী-নেহরু পরিবারের নাম রয়েছে। নেহরুর নামের উল্লেখ না-হলে অনেকের চুল খাড়া হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। আমাদের না হয় ভুল হয়ে যায়। কিন্তু নেহরুর পরিবারের উত্তরপুরুষরা কেন নেহরুর পদবি ব্যবহার করেন না? এত কীসের লজ্জা?”

Advertisement

এই ধরনের বিতর্কিত মন্তব্যের পর নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য ছিল ইন্দিরা গান্ধীর উত্তরসূরী হিসাবে রাহুল কিংবা সোনিয়া গান্ধী নেহেরু পদবী ব্যবহারের কোন প্রশ্নই ওঠে না এরপরেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো সংসদে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ