Tejaswi yadav : অন্তঃসত্ত্বা স্ত্রীকে ১২ ঘন্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার ফলে অসুস্থ হয়ে পড়েছেন দাবি তেজস্বীর
বাংলার জনরব ডেস্ক : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদের ধকলে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি স্ত্রীকে দেখাশোনার জন্যই তিনি শনিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেননি বলে লালু-পুত্রের ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে।
‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় তেজস্বীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। শনিবার তাঁকে দিল্লির সিবিআই দফতরে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। রেলে অবৈধ নিয়োগে আর্থিক লেনদেনের খোঁজ পেতে শুক্রবার তেজস্বীর দিল্লির বাড়ি-সহ ২৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সে সময় বিহারের উপমুখ্যমন্ত্রীর স্ত্রী রাজশ্রীকে প্রায় ১২ ঘণ্টা ধরে বসিয়ে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ। ধকল এবং রক্তচাপের সমস্যার কারণে তিনি অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে ভর্তি করাতে হয় বলে শনিবার আরজেডির তরফে জানানো হয়েছে।