কলকাতা 

SSC Scam: এসএসসির সুপারিশ ছাড়াই নিয়োগ গ্রুপ সির ৫৭ জনের চাকরি বাতিল, হাইকোর্টের নির্দেশ মেনে শনিবার বেলা বারোটার মধ্যেই ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের নির্দেশ মতো বেলা বারোটা বাজার আগে ই ৫৭ জনের চাকরি বাতিল করলো স্কুল সার্ভিস কমিশন। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দুপুর ১২ঃ০০ টার মধ্যে এদের চাকরি বাতিল করতে হবে এসএসসি কে। অভিযোগ উঠেছে এই ৫৭ জন স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়াই নিয়োগ হয়েছিল।

এসএসসির সুপারিশপত্র ছাড়াই ‘গ্রুপ সি’-তে চাকরি করছেন ৫৭ জন। শুক্রবার এই তথ্য পেয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন এটাও কি শান্তিপ্রসাদ সিন্‌হার কাজ? ওই চাকরিজীবীদের সুপারিশপত্র ঠিক কে দিয়েছেন, তা নিয়ে মন্তব্যের পর শনিবার দুপুর ১২টার মধ্যে ৮৪২ জনের মধ্যে ৫৭ জনের তালিকা প্রকাশ করার কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisement

ওই ৫৭ জন কারা, তাঁদের নাম কী, রোল নম্বর কী ছিল। এখন তাঁরা কোন স্কুলে কর্মরত রয়েছেন, তার তথ্য তালিকায় প্রকাশ করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ