কলকাতা 

ডিএ ইস্যুতে ফারহাদ এর নেতৃত্বে বনধ বিরোধিতায় পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, কলকাতা : ডিএ ইস্যুতে সংগ্ৰামী যৌথ মঞ্চের ডাকা ১০ ই মার্চ কর্ম বিরতি কে রাজ্য সরকার সর্বতোভাবে বিরোধীতা করে। তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত শিক্ষক সংগঠন গুলো বনধ্ বিরোধীতায় নির্দেশিকা পাঠিয়েছে প্রতিষ্ঠান গুলোতে। তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর তরফে আবেদনে জানানো হয়েছে উক্ত দিন মিড ডে মিলও চালু রাখতে হবে। পাশাপাশি শুক্রবারের ডাকা বনধ্কে ব্যর্থ করতে সকল শিক্ষক -শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাদ্রাসায় উপস্থিতি হয়েছে বলে জানান।

তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির তরফে স্কুলে স্কুলে নোটিস দিয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার তরফেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে নোটিস পাঠিয়ে বনধ-এর বিরোধিতা করে পঠন-পাঠন স্বাভাবিক রাখার আবেদন জানানো হয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন ”আমরা এই বনধ-এর বিরোধিতা করছি। তার জন্যই আমরা শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছি, যাতে ওই দিন পঠন-পাঠন স্বাভাবিক রাখা হয় মাদ্রাসাগুলিতে।” প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা এখনো বাকি আছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। সেক্ষেত্রে আজ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

 

বিশেষত যে পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত একাধিক কাজ পরীক্ষা কেন্দ্রগুলিতে হবে, তার জন্য বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে। একেএম ফারহাদ আরও বলেন শুক্রবার উঃ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু মাদ্রাসা সশরীরে উপস্থিত হয়ে এবং অন্যান্য জেলায় সংগঠনের কর্মকর্তাদের থেকে পাওয়া তথ্যে দেখা যায় সমস্ত মাদ্রাসায় স্বাভাবিক কর্ম দিবস পালিত হয়। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে রাজ্যের সামগ্ৰিক উন্নয়নের পাশাপাশি সরকারি বেতনভুক্তদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ