কলকাতা 

Madhyamik Examination 2023 :অংক প্রশ্ন পত্রে গ্রাফ পেপার দেওয়ার কথা বলা হলেও দেওয়া হল না, কয়েক লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে এই ছলনা কেন? জবাব দেবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়রানির শিকার করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের খামখেয়ালির শিকার হল কয়েক লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। আজ ২মার্চ বৃহস্পতিবার অংক পরীক্ষা ছিল। প্রশ্নপত্রে লেখা ছিল গ্রাফ পেপার দেওয়া হবে। কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে দার্জিলিং পর্যন্ত কোন জেলাতেই গ্রাফ পেপার দেওয়া হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এখনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে পদত্যাগ করতে বলা। কারণ ওনার সরকারের ভাবমূর্তি নিয়ে খেলার অধিকার নেই। প্রশ্নপত্রে লেখা ছিল গ্রাফ পেপার দেওয়া হবে কিন্তু দেওয়া হলো না কেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নিজেদের গাফিলতির কথা স্বীকার করেনি শিক্ষা পর্ষদ। তারা চিঠি দিয়ে বিষয়টির ব্যাখা দিয়েছে। জানিয়েছে, খাতাতেই করতে হবে গ্রাফের কাজ। পর্ষদের সভাপতি জানিয়েছেন, পরীক্ষার্থীরা সঠিক উত্তর দিলে অবশ্যই নম্বর পাবে। এ নিয়ে ডেপুটি সেক্রেটারির কাছে রিপোর্ট তলব করলেও জানিয়েছেন, গত তিন বছর ধরেই আলাদা করে গ্রাফ পেপার দেওয়া হয় না।

বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। তার প্রশ্নপত্র নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। ১৫-এর ২ নম্বর প্রশ্নে স্পষ্ট লেখা ছিল, সমীকরণের সমাধানের জন্য গ্রাফ পেপার দেওয়া হবে। যদিও তা দেওয়া হয়নি। এতে ভয় পেয়ে যায় পরীক্ষার্থীরা। তার পরেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি চিঠি প্রকাশ করে। তাতে সই রয়েছে ডেপুটি সচিব (পরীক্ষা) মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের। সেই চিঠিতে জানানো হয়েছে, অঙ্ক পরীক্ষায় ১৫-র ২ নম্বরের উত্তর লেখার জন্য আলাদা কোনও গ্রাফ পেপার দেয়নি বোর্ড। গত কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে না। উত্তরপত্রেই পরীক্ষার্থীদের আঁকতে হবে। আলাদা গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নেই।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘পরীক্ষার্থী যদি খাতায় সঠিক উত্তর লেখে, তা হলে সে গ্রাফ আঁকলেও নম্বর পাবে, না আঁকলেও নম্বর পাবে।’’ তাঁর এই বক্তব্যের পরেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠেছে, প্রশ্নপত্রে গ্রাফ দেওয়া হবে, লেখার পরেও কেন দেওয়া হল না? রামানুজ জানিয়েছেন যে, গত তিন বছর ধরে গ্রাফ পেপার দেওয়া হয় না। যদিও উপপরীক্ষা সচিবের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।

মধ্যশিক্ষা পর্ষদের কাছে আমাদের প্রশ্ন অংকের গ্রাফ পেপার তিন বছর ধরে দেয়া হচ্ছে না বলে যে দাবি পর্ষদ করছে কিন্তু পর্ষদ সভাপতির হয়তো জানা নেই কোভিড পরিস্থিতির জন্য ২০২০ সাল থেকেই কোভিড পরিস্থিতির আগে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে কোভিড প্রটোকল চালু থাকার কারণেই গ্রাফ পেপার দেওয়া হয়নি। কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নেই তাহলে গ্রাফ পেপার দেওয়া হলো না কেন? নিজেদের গাফিলতি ঢাকার জন্য অজুহাত তৈরি কেন করা হচ্ছে?

দ্বিতীয় প্রশ্ন গ্রাফ পেপার যখন দেওয়াই হবে না তখন অংকের প্রশ্নপত্রের উপর এই কথাটি কে লিখতে বলেছিলেন?  নির্দেশিকা দেওয়ার পরেও কেন সেটা কার্যকর করা হলো না সেটা কার গাফিলতি? দয়া করে বলবেন পর্ষদ সভাপতি? নাকি মমতা সরকারকে জনমানষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই সুকৌশলে এই কাজটি করা হয়েছে?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ