কলকাতা 

Hike LPG: রান্নার গ্যাসের দাম বাড়লো সিলিন্ডার পিছু ৫০ টাকা,বাণিজ্যিক গ্যাসের দাম ৩৫২ টাকা, চাপ বাড়লো সাধারণ মানুষের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যে ভোট শেষ ফের বাড়লো রান্নার গ্যাসের দাম।মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে ১১২৯ টাকা। এর আগে শেষ বার তার দাম বেড়েছিল গত বছরের ৬ জুলাই।

হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি এমনিতেই উদ্বেগে রেখেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে। ওষুধের খরচ বেড়ে গিয়েছে অনেকখানি। পেট্রল-ডিজ়েলের চড়া দামের কারণে যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা লাগছে। এই অবস্থায় রান্নার গ্যাসের এই দামের জেরে বর্ধিত সংসার খরচ অনেকের আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষত কোভিডকালে যেহেতু আয় কমেছে অনেকের।

Advertisement

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন্দ্র সরকার যেন ব্যাবসা করতে নেমে পড়েছে। রান্নার গ্যাসের দাম বাড়ার পর মনে করা হচ্ছে আগামী দিনে পেট্রো পণ্যের দাম বাড়তে চলেছে। এর সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়বে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ