জেলা 

বসিরহাটের মৃত পরিযায়ি শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে সরকারি অর্থ সাহায্য তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, বসিরহাট :   সংসারের প্রয়োজনে এবং অর্থের জন্য জন্য দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকের আনাগোনা লক্ষ্য করা যায়। অন্ধপ্রদেশ থেকে মুরগী ভর্তি গাড়ি বাংলার উদ্দেশ্যে আসার সময় শনিবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনায় প্রাণ হারায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের নেহালপুর গ্রামের সাতজন তরতাজা যুবক। সরকারি তথ্য অনুযায়ী জানা যায় সুরজ মন্ডল (৩৫),আমিরুল আলী সরদার(৩২), করিম সরদার (৩০),আমজাদ আলী সরদার(৩৩), আরিফ সরদার(২৭), জাহাঙ্গীর সরদার(৩১), মোজাম্মেল সর্দার(৩৭) মৃত যুবকদের পরিবারের হাতে সরকারি অর্থ সাহায্য ২ লক্ষ টাকার চেক তুলে দেয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রাজ্যের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বনমন্ত্রী বলেন, উড়িষ্যায় পথ দুর্ঘটনায় নিহত উঃ চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সাতজন মৃত যুবকের মরদেহ নিয়ে নেহালপুরে শববাহী গাড়িতে করে আনা হয়।পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন ও সরকারি অর্থ সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের উপযুক্ত সদস্যদের সরকারি সাহায্য প্রদান করা হবে। তিনি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে সর্ব প্রথম ঘটনাটি এলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে ও আমাদের সব রকমের সহযোগিতা করে যত দ্রুত সম্ভব মরদেহ গুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার কথা বলেন। পরিবারের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন রকমের সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সরকারি প্রকল্প যতগুলো সম্ভব মৃত্যু পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের বলেন।

Advertisement

একই সঙ্গে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়। সরকারিভাবে দু লক্ষ টাকার চেক এবং দলীয়ভাবে নগদ ১০ হাজার টাকাও তুলে দেওয়া হয়। লক্ষণীয় বিষয় উত্তর ২৪ পরগনার জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদী নেতৃত্বে আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে সহযোগিতা করেছে বলে জানায় বনমন্ত্রী।

মৃত পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(বসিরহাট) পৃতী গোয়েল, পুলিশ সুপার (বসিরহাট)জেবি থমাস,মহাকুমা শাসক মৌসম মুখার্জি, বিধায়ক নূরুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী,জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধায়ক রফিকুল ইসলাম, সপ্তর্ষী ব্যানার্জী, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সরোজ ব্যানার্জী,এটিএম আবদুল্লা প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ