দেশ 

সদ্যোজাত শিশু সন্তানকে কুড়ি ফুট শুকনো কুয়ায় কেউ ফেলে দিয়ে যায়! সারারাত ধরে ওই শিশুকে পাহারা দেয় এক সাপ, সকালে উদ্ধার করে এক গ্রামবাসী, এই মিরাকেল ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশ জুড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সদ্যোজাত এক শিশুর সন্তানকে মাঠের পাশে শুকনো পাতকুয়োয় কেউ ফেলে দিয়ে যায় । কুয়োর গভীরতা প্রায় ২০ ফুট সারারাত ধরে ওই শিশু ওখানেই পড়েছিল। সকালে তাকে উদ্ধার করা হয়। শিশুর কান্না শুনে মাঠে কাজ করতে যাওয়া এক গ্রামবাসী ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।কে ওই শিশুকে কুয়োয় ফেলে চলে গিয়েছেন, জানা যায়নি। তবে গ্রামে এক অদ্ভুত ‘মিরাকল’-এর জন্ম দিয়েছে একরত্তি।

ঘটনাটি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার। শুক্রবার শিশুটিকে কুয়ো থেকে উদ্ধার করেন বছর ৫০-এর প্রেম রাজ। মাঠে কাজ করতে করতে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি। কুয়োতে নেমে তিনি দেখেন, শিশুটির পাশেই ফণা তুলে বসে আছে একটি সাপ। তাঁকে কুয়োয় নামতে দেখে ধীরে ধীরে সাপটি সরে যায় বলে দাবি প্রৌঢ়ের। এর পর তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে আসেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষানিরীক্ষা করে দেখা গিয়েছে, শিশুটির দেহে কয়েকটি কাটাছেঁড়ার দাগ রয়েছে। উঁচু থেকে নীচে পড়ার কারণে তার কপালের কিছুটা অংশ ফুলে গিয়েছিল। তা ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন নেই ওই শিশুর দেহে। সদ্যজাতক শিশু সন্তান কুড়ি ফুট নিচে কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পরও সারারাত কিভাবে জীবিত ছিল এবং তাকে সারা রাত ধরে একটি সাপ কিভাবে পাহারা দিয়েছে তা এখন উত্তরপ্রদেশ জুড়ে মিরাকেলে পরিণত হয়েছে। তথ্যসূত্র ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ