জেলা 

যত কান্ড সাগরদিঘিতে ! সাইদুর রহমান কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পাওয়ার পরই, কংগ্রেস প্রার্থী বায়রনের বিরুদ্ধে থানায় হেনস্থার অভিযোগ করলেন হাওড়া জেলার সাঁকরাইলের এক মহিলা, বিস্মিত রাজনৈতিক মহল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনকে ঘিরে প্রতিদিনই উত্তেজনা চরমে উঠছে। কয়েকদিন আগে কংগ্রেস প্রার্থীর অন্যতম ঘনিষ্ঠ কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ বিরোধীদের অভিযোগ সাইদুর রহমানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিরোধীদের এই অভিযোগকে কার্যত মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকালই কলকাতা হাইকোর্ট সাইদুর রহমানকে মুক্তি দিয়েছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে অভিযোগ সামনে এলো এবার নিশানায় সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী বায়রন বিশ্বাস। তার বিরুদ্ধে হাওড়া জেলার সাঁকরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছে এক মহিলা। ওই মহিলাকে নাকি বিশিষ্ট ব্যবসায়ী বায়রন বিশ্বাস হেনস্থা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

Advertisement

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, অভিযুক্ত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং চাকরি দেওয়ার অজুহাতে তাঁকে নানাভাবে হয়রানি করেছেন। এমনকি এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলার ভয়ংকর পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

মহিলা পুলিশে যে অভিযোগ জানিয়েছেন তাতে লেখা আছে, “আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না কিন্তু উনি সেটা না শুনে এবং ১৮-০২-২০২৩ তারিখ থেকে আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন এবং আমাকে খুব নোংরা ভাষায় হুমকি দিয়েছেন এবং আমাকে এটাও বলেছেন যে আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ করবেন”।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিও অনুসারে অভিযোগকারিণী ওই মহিলা বলেছেন, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করছে। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন, তিনি বলেছেন যে নিতান্ত অসহায় হয়ে ও ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য. হয়ে পুলিশকে জানিয়েছেন এবং এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

ওই মহিলা আরও বলেন, “কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সেইজন্যই থানায় অভিযোগ দায়ের করেছি। আমি পুলিশকে অনুরোধ করছি আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে। ওনার কাছে হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে যেখানে উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, এমন একজন মানুষকে কীভাবে নির্বাচনে লড়তে দেওয়া হয়। এই নেতার নেতৃত্বে কোনো নারী নিরাপদ থাকতে পারেন না”। সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে, কংগ্রেস শিবির৷

এপ্রসঙ্গে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জানান, “একটা সামান্য বিধানসভার উপনির্বাচন নিয়ে শাসকদল তৃণমূল জঘন্য নোংরামি করছে। এথেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া ও আতঙ্কিত। ১৮ ফেব্রুয়ারি রাত দুটোয় সাগরদিঘির পাটকেলডাঙ্গার গৌরীপুরে কংগ্রেস কর্মী সাইদুর রহমানের বাড়িতে চড়াও হয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে। ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগেই হাই কোর্টের বিচারপতি বুধবার সাইদুরের জামিন মঞ্জুর করে তৃণমূলের গালে চড় মেরেছেন। হাওড়ার সাঁকরাইল থানায় রাজনৈতিক উদ্দেশ্যে একই দিনে একই অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে। শুধু সাইদুর আর বায়রন না। উপনির্বাচন যতই এগিয়ে আসবে কংগ্রেস নেতৃত্বের প্রতি শাসক দল এধরণের ভিত্তিহীন অভিযোগ আনবে। তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। মানুষ কংগ্রেসের পক্ষে আছে। ২৭ শে ফেব্রুয়ারি সাগরদিঘিবাসী ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবেন।” এদিকে, বায়রনের প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে সরব তৃণমূল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ