মাধ্যমিক ২০২৩ : তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা,বাংলার জনরব প্রাক-মাধ্যমিক স্পেশাল
মাধ্যমিক ২০২৩
*তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা*
বাংলার জনরব প্রাক-মাধ্যমিক স্পেশাল
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
মাধ্যমিক ২০২৩
*পরীক্ষা হলের কিছু নিয়ম কানুন*
● পরীক্ষা হলে তোমার সঙ্গে থাকবে পরীক্ষার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
● আর থাকবে নীল এবং কালো বলপেন,স্বচ্ছ বোর্ড, স্কেল, পেন্সিল, ইরেজার আর জলের বোতল।
● ইলেকট্রনিক্সের কোনো ধরনের সরঞ্জাম,
● ক্যালকুলেটর, মোবাইল ফোন ইত্যাদি সঙ্গে থাকবে না।
● পরীক্ষার সময়সীমা : তিন ঘন্টা ১৫ মিনিট (১১:৪৫ থেকে তিনটে)
● প্রশ্নপত্র দেওয়া হবে ১১:৪৫
● প্রশ্ন পড়া এবং বাছাই করার জন্য প্রথম ১৫ মিনিট
● উত্তরপত্র দেওয়া হবে- ঠিক ১২ টায়
● বেল পড়বে – প্রতি ঘন্টায়, ওয়ার্নিং বেল ২:৪৫ এবং ঠিক তিনটেয় পরীক্ষা সময় শেষের বেল।
● পরীক্ষার শেষ সময় পর্যন্ত সততার সঙ্গে শান্ত মনে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে।
● সময়ের পূর্বে না বেরিয়ে আসাই ভালো।
➖▪️➖▪️➖▪️➖▪️➖▪️➖
সৌজন্যে : অনুসন্ধান কলকাতা