কলকাতা 

সেন্ট্রাল সার্ভিস রুল অনুসারে তদন্ত হবে নন্দিনীর বিরুদ্ধে কড়া অবস্থান রাজ্যপালের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপালের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরিয়ে দেয়া হয়েছে। নবান্নর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দপ্তরের সচিব করা হয়েছে। কিন্তু এতেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে না বরং নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে সেন্ট্রাল সার্ভিস রুল অনুসারে বিভাগীয় তদন্ত শুরু হতে চলেছে।এই প্রক্রিয়া ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে বলেই ওই সূত্রটি দাবি করেছে।

রাজ্যপালের প্রধান সচিব পদে থাকার সময়ে নন্দিনীর বিরুদ্ধে শাসকদল তৃণমূলের প্রতি ‘পক্ষপাত’ করার অভিযোগ তুলেছিল বিজেপি। শুধু সেই কারণেই কি নন্দিনী ‘অপছন্দের’ হয়ে যান রাজ্যপালের কাছে? যাঁর রাজভবন সফরের পরে এত কাণ্ড, সেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ‘‘আমার কথায় উনি প্রধান সচিবকে সরাতে চেয়েছেন বলে মনে হয় না।’’ তবে রাজভবন সূত্র বলছে, অন্য কারণে নন্দিনীর উপর ‘রুষ্ট’ হন আনন্দ। সেই অভিযোগই তিনি নবান্নকে জানান। রাজভবনের তরফে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বিষয়টি জানানো হয়েছিল। বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছেও। রাজভবন নন্দিনীর বিরুদ্ধে ‘সেন্ট্রাল সার্ভিস রুল’ অনুসারে তদন্ত চাইছে বলেই অসমর্থিত সূত্রের খবর। কারণ, রাজ্যপাল নিজের ‘টিম’ নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সংক্রান্ত ফাইলটি পাঠাতে নন্দিনী ‘গড়িমসি’ করেছিলেন। সে কারণেই রাজ্যপাল তাঁর উপরে রুষ্ট হন।

Advertisement

রাজভবন সূত্রে খবর, নন্দিনীকে প্রধান সচিব পদে রেখেই আনন্দ একটি উপদেষ্টামণ্ডলী গড়তে চেয়েছিলেন। ঠিক করেছিলেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে তাঁর পছন্দের কয়েক জনকে নিয়ে হবে সেই উপদেষ্টামণ্ডলী। সেই সংক্রান্ত ফাইল পাঠানো নিয়েই আনন্দ-নন্দিনীর মনোমালিন্য শুরু। সেই ফাইল পাঠানো নিয়ে ‘গড়িমসি’ দেখান নন্দিনী। আনন্দের পছন্দের ‘নতুন টিম’ গড়ায় প্রতিবন্ধকতা তৈরি হওয়াতেই নন্দিনীকে সরিয়ে দেওয়ার বিষয়ে মনস্থ করেন আনন্দ। সেই সংক্রান্ত অভিযোগপত্র তিনি পাঠান নবান্নে। অসমর্থিত সূত্রের খবর, তাতে রাজ্যপাল লেখেন, রাজভবন ও নবান্নের মধ্যে ‘দূরত্ব’ তৈরি করে দিচ্ছেন নন্দিনী। তবে এখনও পর্যন্ত নবান্নের পক্ষে সেই চিঠির কথা সরকারি ভাবে স্বীকার করা হয়নি। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ