প্রচ্ছদ 

আদানি সাম্রাজ্যের রক্তক্ষরণ অব্যাহত! সংস্থায় কোনো অনিয়ম হয়েছিল কিনা খতিয়ে দেখতে এক মার্কিন সংস্থাকে তদন্তের ভার দিলেন গৌতম আদানি!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির সংস্থা বিরুদ্ধে কারচুপি অভিযোগ এনেছিল । অভিযোগ আনার  পর সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় যে, এটা একটা ষড়যন্ত্র, ভারতীয় সংস্থার বিরুদ্ধে ‘পরিকল্পিত হামলা’। আদানিদের এই ধরনের বিবৃতির পরেই শেয়ার বাজার চাঙ্গা হয়নি । বরং ২৪ জানুয়ারির পর থেকে আদানি সাম্রাজের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে । কোনোভাবেই শেয়ার বাজারকে চাঙ্গা করা সম্ভব হচ্ছে না । ফলে হিন্ডেনবার্গের রিপোর্ট আসার আদানি সম্পদ এই কয়েক দিনেই অর্ধেক হয়ে গেছে । তাই আদানিদের পক্ষ থেকে হিন্ডেনবার্গের অভিযোগের ‘সত্যতা যাচাই’ করতে এবং আদানি গোষ্ঠীর মালিকানাধীন কয়েকটি সংস্থায় কোনও আর্থিক অসঙ্গতি বা দুর্নীতি রয়েছে কি না, তা স্বতন্ত্র ভাবে যাচাই (অডিট) করে দেখতে আমেরিকার আর্থিক সংস্থা ‘গ্রান্ট থর্নটন’কে নিয়োগ করলেন গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। যদিও গ্রান্ট থর্নটন বা আদানি গোষ্ঠী তরফে এই প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি।

আদানিদের দাবি ছিল, এই রিপোর্টের মাধ্যমে ভারতের উপর ‘পরিকল্পিত হামলা’ করা হয়েছে। মিথ্যা অভিযোগ সাজিয়ে ভারতীয় সংস্থার বদনাম করাই হিন্ডেনবার্গের মূল উদ্দেশ্য। এর পর দিন কয়েক আগে হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আমেরিকার অন্যতম ব্যয়বহুল এই আইনি সংস্থা ‘ওয়াচটেল, লিপটন, রোজ়েন অ্যান্ড কাটজ়’-কে নিয়োগ করেছে আদানি গোষ্ঠী।

Advertisement

গত সপ্তাহে আদানিদের তরফে বলা হয়েছিল, হিন্ডেনবার্গ রিপোর্টের অভিযোগ, বিভিন্ন সংস্থার লেনদেন এবং অভ্যন্তরীণ বিভাগগুলির কার্যক্রম খতিয়ে দেখতে স্বতন্ত্র ভাবে তদন্তের ব্যবস্থা করা হবে। এর পরই বিভিন্ন সংস্থার আর্থিক দিকগুলি স্বতন্ত্র ভাবে খতিয়ে দেখতে আদানিরা ‘গ্রান্ট থর্নটন’কে নিয়োগ করেছে বলে খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, আদানি গোষ্ঠীর অভ্যন্তরে কর্পোরেট সংস্থা পরিচালনার সঠিক নিয়ম মেনে চলা হয় কি না তা-ও খতিয়ে দেখবে ‘গ্রান্ট থর্নটন’।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ