মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা
বাংলার জনরব ডেস্ক : তিন বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা । তিন বছর বাংলাকে ফাইনালে হারিয়ে দিয়েছিল সৌরাষ্ট্র । আর আজ সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে উঠে গেল বাংলা । অন্যদিকে, বেঙ্গালুরুতে অন্য এক সেমিফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কর্ণাটক ম্যাচ চলছে ।
যদিও খেলার গতি প্রকৃতি বলছে জেতার সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্রের । ২০২০ সালে সৌরাষ্ট্রই বাংলাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল । এবারও প্রবল সম্ভাবনা রয়েছে ইডেনের ফাইনাল ম্যাচে বাংলার মুখোমুখি হচ্ছে সৌরাষ্ট্র । বাংলার মনোজরা কী পারবেন চ্যাম্পিয়ন হতে ! পর পর তিন বার রঞ্জির সেমিফাইনাল খেলল বাংলা। এর আগে ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে সে বার হেরে যায় বাংলা।