ভগবানগোলা বিধানসভার হাবাসপুর অঞ্চলে সিপিএম ও কংগ্রেস দল থেকে কয়েকশ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে
বিশেষ প্রতিনিধি: আজ ৪ঠা ফেব্রুয়ারি শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের হাবাসপুর অঞ্চলের ছয়শত তিন জন(৬০৩ জন) সিপিএম এর নেতা কর্মীরা যোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। তাদের হাতে তৃনমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে দেন ভগবানগোলার বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী এবং ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান।
বিধায়ক ইদ্রিস আলী ভাষণে বলেন, ভগবানগোলায় আর তৃনমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে কেউ থাকবে না। তিনি বলেন আজ হাবাসপুর অঞ্চলের ছয়শত তিন জন সিপিএম এর নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন কয়েকদিন আগে মহিষাস্হলী অঞ্চল থেকে কংগ্রেসের ২০০ পরিবারের নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনি বলেন ভগবানগোলায় সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে বহু নেতা কর্মীরা দল ছেড়ে আসতে চাইছেন।দু চারদিনের মধ্যে এক ঝাঁক, তৃনমূল কংগ্রেসে বিরোধী দলের নেতা কর্মীদের যোগদান করানো হবে। তিনি আরও বলেন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, বিরোধীরা দলে দলে তৃনমূল কংগ্রেসে যোগ দিচ্ছে।ভগবানগোলা বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পন্চায়েত সমিতি, জেলা পরিষদের আসনগুলো জিতবো আসন্ন পন্চায়েত নির্বাচনে। তিনি আরও বলেন জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং সাংসদ অভিষেক ব্যানাজীর দিকে তাকিয়ে তৃনমূল কংগ্রেসকে মানুষ ভোট দিবেন, তৃনমূল কংগ্রেস রেকর্ড ভোটে জিতবে এবং বিরোধীদের জমানত জব্দ হবে।
ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন,আজ থেকে আমাদের দায়িত্ব বেড়ে গেলো। বিধায়ক ইদ্রিস আলী সাহেব এবং আমি, সকলকে নিয়ে কাজ করছি এবং করবো।এক নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের আসনগুলো তৃনমূল কংগ্রেসের দখলে থাকবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবাসপুর অঞ্চলের সভাপতি কিসমত কোকিল, অবজারভার নেসদার হোসেন,তারিফ মহলদার, আবু সাইম রিপন, সাবিরুল ইসলাম,আসরাফ বাসার বাপি, গোলাপ সেখ, রমজান আলী, তারিকুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন,ইউনুস মোল্লা প্রমুখ।