জেলা 

সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানবজাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে, নদীয়ার তেহট্টে মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন,তেহট্ট, নদীয়া :  শিক্ষায় পারে কোন জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে।কালের নিয়মে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নদীয়ার, তেহট্টে ডঃ জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে।উক্ত অনুষ্ঠানে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ। তাঁর বক্তব্যে উক্ত মাদ্রাসার উত্তোরণের কাহিনী ফুটে ওঠে। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা দিতে পারে সু-শিক্ষকরা।তাই শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিয়ে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বন্দোবস্ত করছে তা অনবদ্য।

Advertisement

একইসঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই সরকারের আমলে চালু হয়েছে,তার ফলেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগমনে স্বতঃস্ফুর্ততা এসেছে।এই মাদ্রাসা পরিচালনায় প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে পাশে থাকার অঙ্গীকার করেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নদীয়া জেলার দায়িত্বপ্রাপ্ত ডঃ আবুল হোসেন বিশ্বাস, সম্পাদক জাহিদুল হোসেন মন্ডল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফিল উদ্দিন,পরিচালন সমিতির সম্পাদক জয়নাল, সভাপতি আদব বিশ্বাস, শিক্ষক মাসুম হোসেন, ধনঞ্জয় প্রতিহার,অলোক কুমার ঘোষ, বাসন্তী মন্ডল প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ