বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নবী মুহাম্মদ (সাঃ)এর বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ : একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা এলাকার পূর্ব চ্যাংদানা ক্বাদেরিয়া হাই মাদ্রাসার পরিচালনায় বিশ্ব নবী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি কামনায় বার্তা দেওয়ার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষা অত্যন্ত জরুরি বলে মনে করেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
তিনি বলেন, এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা সমাজের মধ্যে প্রচারিত হয়।সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বিশ্ববাসীর জন্য যে সব কাজ করে গেছেন সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্ত কাম্য।
বর্তমান রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের পাশাপাশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে,তার ফলেই শিক্ষা সহ যেকোন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মনে করেন।
উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরোজুর রহমান, পরিচালন সমিতির সম্পাদক সোহরাব হোসেন, সভাপতি আজিজুর রহমান, শিক্ষিকা সোমা বেরা, শিক্ষক দীপঙ্কর কর্মকার, হাফিজুর, অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুর রাজ্জাক।