খেলা জেলা 

বিধায়ক ইদ্রিস আলী ব্যাটসম্যান,ওসি দীপক হালদার বোলার, শাসক দলের স্থানীয় নেতা আহসানুর রহমান উইকেট কিপার অভিনব ক্রিকেট খেলা দেখলো ভগবানগোলার মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হাবাসপুর অঞ্চলের আজমতপুরের কবরস্থান সংলগ্ন মাঠে, চৌদ্দ টিমের তিনদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি পরিচালনা করে আজমতপুর সাহেবনগর যুব গোষ্ঠী। সৌজন্য কোলকাতা জিন্স এন্ড হাইরিচ অনলাইন শপ। খেলাটি উদ্বোধন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। আজকের এই খেলায় মুল আকর্ষণীয় হয়ে উঠে একদিকে স্হানীয় বিধায়ক ইদ্রিস আলীর ব্যাটিং অপরদিকে থানার ওসি শ্রী দীপক হালদারের বোলিং।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী কয়েকটি ছক্কা মেরে দর্শকদের মুগ্ধ করে তোলেন।আহসানুর রহমান উইকেট কিপার ছিলেন।ওসি শ্রী দীপক হালদার আকর্ষণীয় বোলিং করেন।আজ ১০ই জানুয়ারি ,আমরা সবাই ক্লাব বনাম দেবীপুর সুপার কিংস এর মধ্যে ফাইনাল খেলা হয়। পাঁচ ওভার করে খেলায় আমরা সবাই ক্লাব নির্ধারিত বলে ৪১রানের টার্গেট রাখে। অপরদিকে, দেবীপুর সুপার কিংস ক্লাব নির্ধারিত পাঁচটা ওভারের আগেই তিন ওভারে ৪২ রান তুলে নেয় এবং টুর্নামেন্টর সেরা দল হিসেবে মনোনীত হয়।জয়ী টিম ট্রফি সহ বাইশ হাজার টাকা স্হানীয় বিধায়ক ইদ্রিস আলী টিমের অধিনায়কের হাতে তুলে দেন।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, ক্রিকেট খেলা রাজাদের খেলা। খেলা খুব ভালো হয়েছে। খেলাধুলা শুধু শরীর মজবুত করে না ,তার সঙ্গে সঙ্গে মনের আনন্দ দেয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রিয়াত হোসেন সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য কিসমত কোকিল, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, আবু সাইম রিপন, ইবাদুল সেখ ওরফে আপেল,তারিকুল ইসলাম প্রমুখ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ