কলকাতা 

স্যান্ডফোর্ড অ্যাকাডেমিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ মোটিভেশনাল সেশানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভট্টাচার্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: ……কত-না অজানা জীব/কত-না অপরিচিত তরু/রয়ে গেল অগোচরে।/বিশাল বিশ্বের আয়োজন ;…….

কবিগুরুর কথার রেশ ধরে বলাই যায় বিশাল এ প্রকৃতিতে তোমার-আমার অস্তিত্ব কোথায়! রতনজি টাটার মতো বড় মাপের মানুষের অস্তিত্ব বা কতটুকু! কিন্তু তাই বলে আমাদের ক্ষমতা কিন্তু খুব একটা কম না। বরং বলা যায় ঈশ্বর আমাদের মধ্যে যে বিরাট ক্ষমতা দিয়েছেন তার যথার্থ প্রয়োগ দরকার। আর তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসে ভর করে যে সুদূরপ্রসারী স্বপ্ন দেখে, সেই জীবন যুদ্ধে জয়ী হয়, পৃথিবী শাসন করে।

Advertisement

এমন ভাবেই আত্মবিশ্বাস গঠনের কথা শোনাচ্ছিলেন তিনি। বলছিলেন, জীবনের নানান উত্থান-পতনের কথা। হতাশ না হয়ে দৃঢ়তার সঙ্গে নিষ্ঠাবানরাই এগিয়ে যেতে পারে। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ঘরোয়া পরিবেশে মোটিভেশনাল সেশনে কথাগুলো বলছিলেন দেশের বিখ্যাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সুলেখক প্রশান্ত ভট্টাচার্য। মাটির টানে কর্মক্ষেত্র হায়দ্রাবাদ থেকে যখনই আসেন, তখনই তিনি বাঙালি পড়ুয়াদের খোঁজে বেরিয়ে পড়েন, তাদের আত্মবিশ্বাস জাগ্রত করতে নানা রকমের প্রয়াস নিয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় সেরকমই এক আয়োজন অনুষ্ঠিত হয়েছিল কলকাতার নিউটাউনে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির সৌজন্যে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা যারা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় প্রস্তুতির জন্য অ্যাকাডেমিতে এসেছে তাদের জন্য প্রশান্ত ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বদের নিয়ে আকর্ষণীয় এই আয়োজন। এদিনের মোটিভেশনাল সেশনে ছাত্র-ছাত্রীরা গান শোনায়, বক্তব্য রাখেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল, পান্থ মল্লিক, গৌরাঙ্গ সরখেল প্রমূখ।

প্রশান্ত ভট্টাচার্যের প্রীতিময় উপহারে দারুন তৃপ্ত হয় ছাত্র-ছাত্রীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ